• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মাদারীপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

প্রকাশ:  ০৮ মে ২০২৪, ২১:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ১০ জন আহত হয়েছেন। এছাড়া, ১০টি হাত বোমা বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৮ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার মস্তাফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের ছেলে আসিফ খান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজ সকালে মস্তফাপুর এলাকার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১০ জন আহত হন। অন্তত ১০টি হাত বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এর ফলে, আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সালাউদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পরে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।

উপজেলা পরিষদ নির্বাচন,ভোট,সংঘর্ষ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close