• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চিলমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

প্রকাশ:  ০৩ মে ২০২৪, ২১:৩৮ | আপডেট : ০৪ মে ২০২৪, ০০:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

কুড়িগ্রামের চিলমারীতে প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে উপজেলা পরিষদ ১ম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে এ প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চিলমারী উপজেলার ভোটকেন্দ্রমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের নিয়ে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় চিলমারী থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী ও চিলমারী উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত বিধি-নিষেধ যথাযথভাবে প্রতিপালনের আহবান জানান। দায়িত্বপ্রাপ্ত সকলকে সম্পূর্ণ সততা, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

প্রশিক্ষণ,উপজেলা পরিষদ,নির্বাচন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close