• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পদ্মা নদীতে গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২৪, ১৭:২২
পূর্বপশ্চিম ডেস্ক

রাজশাহীর পোবা উপজেলার পদ্মায় গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত কিশোর হলো রাজশাহী মহিতার থানার মো. নেরুনের ছেলে মো. যুবরাজ। মাতিহার এলাকার নুর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান এবং একই এলাকার মো. লিটনের ছেলে মো.আরিফ। নিহত তিনজনই মাদ্রাসার শিক্ষার্থী।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসলে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামে। পরে ডুবরি দলের সদস্যরা তিন কিশোরের মরদেহ উদ্ধার করেন।

রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়েই আমার ঘটনা স্থলে যায়। তিন কিশোরের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ হস্তান্তর করা হবে।’

এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন নিখোঁজ কিশোরদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

রাজশাহী,পোবা উপজেলা,পদ্মা,কিশোর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close