• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেঘনায় কর্ণফুলী-৩ লঞ্চে আগুন, নামতে গিয়ে আহত ৮

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৪, ১৭:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। লঞ্চটি দ্রুত নদীর পাড়ে ভিড়িয়ে দিলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন আট যাত্রী।

শনিবার (২০ এপ্রিল) উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝের চরে বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “লঞ্চে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর লঞ্চটি দ্রুত পাড়ে ভিড়িয়ে দেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। নৌ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নামতে গিয়ে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে চাঁদপুর থেকে নৌ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।”

ফায়ার সার্ভিস চাঁদপুরের উপ-সহকারী পরিচালক মোরশেদ হোসেন বলেন, “লঞ্চের ইঞ্জিন কক্ষে একটি চার্জার থেকে আগুন লাগলেও আমরা যাওয়ার আগেই লঞ্চের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কর্ণফুলী-৩ এর যাত্রীদের মধ্যে অর্ধেক কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। অন্যদেরও আরেকটি লঞ্চের মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হবে।”

ফায়ার সার্ভিস,চাঁদপুর,লঞ্চ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close