• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশ:  ২৬ মার্চ ২০২৪, ১৭:৩০
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্যা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)র মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু মোল্যা কে বাচাঁতে গিয়ে অপর শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলার নোয়াগ্রাম গ্রামের নজির মুন্সির বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মোল্যা কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামের নজির মুন্সির বাড়ির ছাদে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক(রাজমিস্ত্রি)বাচ্চু মোল্যা ও অন্যরা। পরে তার হাতে থাকা রড অসাবধানবশত বাড়ির পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের (৩৩কেভিঃ) উপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলেই বাচ্চু মোল্যা মৃত্যু এবং তার সাথে থাকা অপর শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ হাসিবুর রহমান বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি এখন পষর্ন্ত কেউ অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব ।

নড়াইল,বিদ্যুৎস্পর্শ,নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close