• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের দুইটি ব্রিজই ঝুঁকিপূর্ণ

প্রকাশ:  ২০ মার্চ ২০২৪, ১৬:৩৪
আকতার হোসেন ,নাসিরনর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের সাথে সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের সংযোগ রক্ষাকারী দু‘টি পুরাতন আরসিসি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজগুলো হলো-নাসিরনগর-সরাইল সড়কের দাতঁমন্ডল নাম স্থানে ব্রিজ ও নাসিরনগর-লাখাই সড়কে আশুরাইল(বেনীপাড়া) মহাখাল নামক ব্রীজ।

সরজমিনে দেখা গেছে, আশুরাইল(বেনীপাড়া) মহাখাল নামক ব্রীজ মধ্যবর্তী স্থানে সংযোগ থেকে সরে গেছে। ফলে স্থানচ্যুত হয়ে যাওয়ায় মূল ব্রিজটি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।স্থানীয়রা জানায়,নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে আশুরাইল(বেনীপাড়া) মহাখাল ব্রীজটি অনেক বছরের পুরনো। ব্রীজের মধ্যবর্তী স্থানে হঠ্যাৎ করেই সংযোগ থেকে সরে গেছে।

পাশের রেলিংও ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ঝুকিঁপূর্ণ ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল করলেও হঠ্যাৎ করে ব্রীজের মধ্যবর্তী স্থানে সংযোগ সরে যাওয়ায় মনে ভয় নিয়েই চলাচল করছে হাজারো মানুষসহ ভারী যানবাহন। অন্যদিকে নাসিরনগর-সরাইল সড়কের দাতঁমন্ডল নাম স্থানে ব্রিজটি গতবছর বর্ষার স্রোতে একদিকে হেলে পড়েছে । দীর্ঘ এক বছর যাবৎ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও আজো মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে স্থানীয়রা জানায়।তাই ব্রীজ দুইটি অপসারণ করে এখানে নতুন ব্রীজ নির্মাণ না করলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া জানান,তিনি ডিসি অফিসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসকের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলীকে ঝুঁকিপর্ণ দুইটি ব্রিজের বিষয়ে অবহিত করেছেন। এসময় নিবার্হী প্রকৌশলী জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজের পুন:নির্মাণের বিষয়ে এখনো সড়ক ও জনপথ অধিদপ্তরের কোন অনুমোদন পাননি। তবে অনুমোদন পেলে টেন্ডারে যাবে।

নাসিরনগর,ঝুকিপূর্ণ সড়ক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close