• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নরসিংদীর দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

নরসিংদীতে অনিয়মের অভিযোগে কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এবং মেডিকো ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) নরসিংদী সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল রহমান।

তিনি বলেন, পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা এবং মেডিকো ডায়াগনস্টিক সেন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের নরসিংদী জেলার কর্মকর্তারা।

নরসিংদী,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close