• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ তাওহীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ আতিক, সৈয়দ ইকবাল, সৈয়দ আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, কেরোয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ নেতা দিপু মাহমুদ, মো. হারুন, মো. ইয়াসিন ওও কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন হোসেন প্রমুখ।

জানা গেছে, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। শিক্ষা উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে- পরীক্ষার রুটিন, ফাইল, কাঠ পেন্সিল, কলম, ই-রেজার, কাটার, স্কেল, জ্যামিতিবক্স ও ট্রান্সপারেন্সি ব্যাগ। তাদের উজ্জল ভবিষ্যৎ কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিদায় দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বায়েজীদ ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ বাড়ালে ভালো রেজাল্ট করতে পারবে। অভিভাবকরা সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে, যেন তাদের ছেলে-মেয়েরা ভালো ফলাফল করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

লক্ষীপুর,এসএসসি পরিক্ষার্থী,শিক্ষা উপকরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close