• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘গৃহহীনদের গৃহ দান ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছা ছিল বাংলাদেশে মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর পিতার সেই কথা স্মরণ করে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অঙ্গীকার করেছিলেন যে, সকল গৃহহীনদের একটা করে গৃহ দান করবেন। সেই পরিকল্পনায় আপনারা গৃহ পেয়েছেন, থাকার জন্য মাথার ওপর একটা ছাদ পেয়েছেন। এখন আমরা আপনাদের যেন একটা কর্মসংস্থান করে দেওয়া হয় সেটাও চিন্তা করছি।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের দুই শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে কষ্টে আছে, কষ্ট করছে তাদের কষ্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চেষ্টা করছে এবং চেষ্টা করে যাবে। ঠিক সেই পরিকল্পনায় আমাদের আজকের কম্বল বিতরণ।

তিনি আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আর কসবা-আখাউড়ার এমপি আইনমন্ত্রী আনিসুল হক সবসময় আপনাদের পাশে থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া,কসবা,আইনমন্ত্রী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close