• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোট শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য নয়: জিএম কাদের

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯ | আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪২
রংপুর সংবাদদাতা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জি এম কাদের বলেছেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটের পরিস্থিতি বিশেষ করে ভালো মনে হচ্ছে। কোনো অঘটনের খবর পাইনি। ভোট শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি মন্তব্য করা যাবে না।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নিউ সেনপাড়া ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, সরকার আমাদের ভোট করাতে নিয়ে এসে কোরবানি দিয়ে দেয় কিনা এ আশঙ্কা আমাদের এখন আছে। এটা হলে পুরোপুরি বাকশালের অবস্থায় ফিরে যাবে সরকার। তবে আমি আশাবাদী থাকতে চাই। তারপরও কুমিল্লা ও ঢাকার দোহার আসনে আমাদের প্রার্থীর সমর্থক, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি।

তিনি বলেন, তবে ওভারঅল পরিস্থিতি এখনো ভালো আছে। ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন সব বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এ সময় জাপা নেতা সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রংপুর,ভোট,জি এম কাদের,জাতীয় পার্টি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close