• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন, বিএনপি নেতা আটক

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৮ | আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়টির বেশ কিছু বেঞ্চ ও আসবাব পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ শনিবার ভোরে সুরুজ মিয়া নামের স্থানীয় বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে চুনারুঘাট সদর উপজেলার ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ততক্ষণে বিদ্যালয়ের বেশ কিছু আসবাব পুড়ে গেছে। পুলিশ ও প্রশাসনের লোকজন রাতেই ঘটনাস্থলে যান।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা বলেন, রাতে ভোটকেন্দ্রে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউএনও আরও বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, জনগণ যাতে ভোটকেন্দ্রে ভোট দিতে না যান, সে জন্য নাশকতা করে ভীতির সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে আনোয়ার আলী নামের স্থানীয় বিএনপির সাবেক এক নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা করেন।

রাজনীতি,হবিগঞ্জ,বিএনপি,আগুন,চুনারুঘাট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close