• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাংবাদিক ইমাম হোসেনের উপর হামলার ২ বছরেও শেষ হয়নি বিচার

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯
মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী মোহাম্মদ ইমাম হোসেন এর উপর সন্ত্রাসী হামলার ২ বছর অতিবাহিত হয়েছে শেষ হয়নি বিচার কার্য। তিনি গত ২০২২ সালের ২ জানুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য সংগ্রহ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হন।

এসময় সাংবাদিক ইমাম হোসেন গুরুতর আহত হলে কমলগঞ্জ সরকারি হাসপাতাল এবং মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এর পরও কিছু শারীরিক সমস্যা হলে ঢাকা সাইন্স মেডিকেলে ও পপুলারে চিকিৎসা নেন। এ ঘটনায় শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীরা তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জনিয়েছিলেন।

ইমাম হোসেন জানান, সেদিন রাত সাড়ে ১০টার দিকে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে ইউপি নির্বাচনের নিউজ সংগ্রহ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদের সমর্থকরা তাঁর উপর হামলা করেছিল। এ হামলার ঘটনায় মামলা দায়ের হলে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।

ইমাম হোসেন আরও জানান, হামলার পর থেকে চিকিৎসার পিছনে অর্থ ব্যয় করে বর্তমানে তিনি নিঃস্ব। এখনও মাঝে মধ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে সমস্যা দেখ দেয়। ডাক্তার বলেছিলেন ৬ মাস পরপর দেখাতে। অর্থনৈতিক টানাপড়নে ডাক্তারের স্মরণাপন্ন হতে পারছেন না। দ্রুত তাঁর উপর হামলার বিচারটি শেষ করে আসামিদের শাস্তি সিশ্চিতের দাবি জানান সাংবাদিক ইমাম হোসেন।

সাংবাদিক,হামলা,বিচার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close