• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাহিয়া মাহির মনোনয়ন বাতিল

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ | আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮
রাজশাহী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

তিনি বলেন, মাহিয়া মাহি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর জমা দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটারের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি। তাদের মধ্যে দুইজনের তথ্য সঠিক ছিলো না। আরেকজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহিয়া মাহি নিজেই। তিনি বলেন, আমার মনোনয়ন বাতিল হয়েছে। আমি বিষয়টি শুনেছি। আজ অথবা কাল আপিল করবো।

মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর তার নানার বাড়ি পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায়। তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনের যেকোনো একটিতে তিনি নির্বাচন করতে কিছুদিন ধরে মাঠে রয়েছেন।

এ চিত্রনায়িকা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। ২০০৮ সাল থেকেই তিনি এ আসনের এমপি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজশাহী,বাতিল,মাহিয়া মাহি,মনোনয়ন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close