• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামকে বিজয়ী করতে হবে: চরমোনাই পীর 

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৭
বরিশাল প্রতিনিধি

দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতাসীন হওয়ার লড়াই চলছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে।

আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শনিবার (২৫ নভেম্বর) সকালে শেষ হয়েছে বরিশার সদর উপজেলায় চরমোনাই পীরের দরবার শরীফে তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাসের মাহফিল।

সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ২০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন ও সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করেন।

শুক্রবার (২৪ নভেম্বর) জুমা’র নামাজ শেষে চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী মাহফিল। সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লাখ মুসল্লির মিলনমেলা।

আয়োজকরা জানান, এবারের মাহফিলে দু’জন মুসুল্লির মৃত্যু হয়েছে। তারমধ্যে ঢাকার ওয়ারী এলাকার মো. এনামুল (২১) শুক্রবার কীর্তণখোলায় গোসল করতে নেমে স্রোতে ভেসে যান। পরে তার মরদেহ উদ্ধার হয়।

এছাড়া নারায়ণগঞ্জে ফতুল্লা এলাকার মো. কেরামত আলী (৭৫) নামক আরেক মুসুল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চরমোনাই পীর,বিজয়ী,ইসলাম,প্রতিষ্ঠা,দেশ,শান্তি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close