হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রদলের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে দ্বিতীয় দিন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
সম্পর্কিত খবর
রবিবার দুপুর দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল ফটক থেকে একটি মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ক্যান্টনমেন্ট ফটকের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়। অন্যথায় যেকোন মুল্যে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনূর ইসলাম নবীন বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে সারাবাংলার ছাএসমাজ আজ ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিষ্ট সরকারের পতত্যাগ নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
মনিরুজ্জামান সাগর বলেন, অবৈধ তফসিল বাতিল করে গণমানুষের তত্বাবধানে সরকার ব্যবস্থা মেনে নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন আল মমিন আকন, রফিকুল ইসলাম নোমান, রবিন ইমতিয়াজ নওয়াবসহ আরও নেতারা।