• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০২৩, ১৮:০৪
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরের ভেদভেদী বাজার এলাকায় বাসের ধাক্কায় একটি থেমে থাকা সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার যাত্রীদের মধ্যে দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। শনিবার দুপুরে শহরের প্রবেশপথ ভেদভেদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পরিমিলা চাকমা (৪৫), গুরিমালা চাকমা (৫৫)। আহতরা হলেন– রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা, পরি চাকমা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভেদভেদী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদুল হক জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাশে অটোরিকশাটি দাঁড়ানো ছিল। পেছন দিক থেকে বাস এসে সেটিকে ধাক্কা দেয়।

আরেক প্রত্যক্ষদর্শী আবু হেনা রনি বলেন, ‘আমরা অটোরিকশা থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, ভেদভেদী এলাকায় দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ হাসপাতালে আনা হয়। এ ছাড়া আরও চার জনকে গুরুতর আহত অবস্থায় আনা হলে তাদের মধ্যে তিন জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৈহিদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারি, বাসটি অটোরিকশাকে ধাক্কা দেয়। আমরা ঘটনাস্থল থেকে বাসটি আটক করি। চালক এবং হেলপারকে আটক করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,যাত্রী,বাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close