• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শেখ হাসিনা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন: শামীম ওসমান

প্রকাশ:  ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩২
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশ আজ ওই জায়গায়, ১৬টি মুসলিম রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে যে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব কি করতে পারে। আজ মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা এখানে এসেছি আল্লাহর রাসূলের কথা শুনতে। বক্তারা দিক নির্দেশনা দেবেন। আমরা সে অনুযায়ী চলব। শুনে গিয়ে মাথায় রাখি কয়জন। আমরা তাদের কথা শুনি কিন্তু ধারণ করি কয়জন। হৃদয় কখনো মিথ্যা বলে না।

তিনি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই। ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ, জাকাত করা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনযাপন। আমরা কিন্তু তা পালন করি না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না।

তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের এখানে ফিলিস্তিনে এনে বলল এখানে থাকতে পারো তোমরা এ জায়গা নিরাপদ। মুসলমানরা বলেছিল তোমরা এখানে থাকতে পারো আমরা নিরাপত্তা দেব। আজ মুসলমানদের সেটারই প্রতিদান দিচ্ছে। আমরা কখন চলে যাব কেউ জানি না। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সবার কাছে ভিক্ষা চাই, আল্লাহ সম্মান দিয়েছেন। আজ সারা দেশে এবং নারায়ণগঞ্জের অলিতে গলিতে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ আছে সারা নারায়ণগঞ্জে মাত্র ১ হাজার ৮০০। তার মধ্যে ভালো খারাপ আছে। এদের পক্ষে সকল অলিগলি চেক করা সম্ভব নয়।

সংসদ সদস্য বলেন, কয়দিন বাঁচব জানি না। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, আমি মাদক বন্ধ করতে চাই। এটা আমাদের দায়িত্ব। আমি আপনাদের সবার সহযোগীতা চাই। ওরা অল্প কয়েকটা মানুষ। আপনাদের কিছু করতে হবে না। আপনারা শুধু নামগুলো নিয়ে আমাকে দেবেন। আল্লাহর ঘরে বলে এসেছি, মাদক তো দূরের কথা মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না। দুনিয়ায় কেউ পারফেক্ট না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শামীম ওসমান,নেতৃত্ব,শেখ হাসিনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close