• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০২৩, ১১:১৩
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের কলেজপাড়ার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- জহুরুল ইসলাম (৪০) ও সুজন হোসেন (৪০)। জহরুল জেলার ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে। তিনি নীলফামারী জেলা পুলিশের ডিএসবিতে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। আর সুজন একই উপজেলার খয়েরবাড়ি গ্রামের হবিবুর রহমানের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন জহরুল ও সুজন। পথে বিরামপুর কলেজপাড়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে নীলফামারী থেকে আসা রাজশাহীগামী একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও স্টাফরা পালিয়ে গেছেন।

এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,সংঘর্ষ,দিনাজপুর,বাস-মোটরসাইকেল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close