• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাব-রেজিস্টার অফিসে তথ্যের পরিবর্তে ঘুষ দিতে চাওয়ার অভিযোগ

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৯
হলি সিয়াম শ্রাবণ, ময়মনসিংহ প্রতিনিধি

তথ্য চাওয়ায় ঘুষ দিয়ে স্থানীয় এক সাংবাদিককে ম্যানেজের চেষ্টার অভিযোগ ওঠেছে ময়মনসিংহের সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী স্বপ্না বসাকের বিরুদ্ধে। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) গৌরীপুর সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সাংবাদিক আব্দুর রউফ দুদু বলেন- ‘উল্লেখিত তারিখে ভূমি রেজিস্টেশনের নির্ধারিত ফি’র বিষয়ে তথ্য জানতে গৌরীপুর সাব-রেজিস্টার অফিসের সহকারী স্বপ্না বসাকের কাছে যাই। এসময় তিনি আমার পরিচয় জানতে চাইলে উনাকে আমার ভিজিটিং দেই। ভিজিটিং কার্ড হাতে নিয়ে পরিচয় জানার পর সেই কার্ডের পিছনে ২৫০ টাকা লিখে আমার হাতে টাকা হাতে ধরিয়ে দেয়ার চেষ্টা করেন তিনি। এতে আমি অপরগতা প্রকাশ করে স্বপ্না বসাকের কাছে জানতে চাই, এটা কিসের টাকা। এ প্রশ্নের উত্তরে তিনি আমাকে জানান এ অফিসে সাংবাদিক আসলে ২৫০ টাকা করে দেয়া হয়ে থাকে। উনার উত্তর শুনার পর আমি উনাকে বলি- আমার তথ্য প্রয়োজন, টাকা নয়। এ কথা বলে আমি ভিজিটিং কার্ডটি নিয়ে অফিস থেকে বেরিয়ে আসি।’ এ বিষয়ে স্বপ্না বসাকের নম্বরে কল দিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিককে জানান- সামনা সামনি আসেন কথা বলি, এ বলে কলটি কেটে দেন তিনি।

সাব-রেজিস্ট্রার হেলেনা পারভিন সাংবাদিককে জানান- ‘এ বিষয়টি আমার জানা নেই। যিনি তথ্য নিতে আসছিলেন তাকে আমার কাছে পাঠান, আমি দেখব কি ঘটেছে।’

ঘুষ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close