• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

ভুয়া চিকিৎসকের জরিমানা, চেম্বার সিলগালা

প্রকাশ:  ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৬
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে আবু তাহের সিদ্দিক নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার চেম্বার অপসারণ করে চিকিৎসা কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার দক্ষিণ উদমারা গ্রামের হাজি স্টেশন এলাকায় হাজি মেডিকেল হলে বিকেলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আবু তাহের চিকিৎসক হিসেবে কোনো সনদ দেখাতে পারেননি। এ কারণে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় তিনি ফামের্সিতে কোনো রোগী দেখবেন না বলে অঙ্গীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তাহের ১০ বছর ধরে একটি যন্ত্রের মাধ্যমে ৮০টি রোগ শনাক্তের কথা বলে রোগীদের ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। সনদ না থাকলেও তিনি রোগীদের অপচিকিৎসা দিয়ে এসেছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার অপচিকিৎসার সত্যতা পাওয়া গেছে।

জানতে চাইলে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইকবাল বলেন, ভুয়া চিকিৎসক তাহেরের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

চিকিৎসা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close