ভারত ও বাংলাদেশ কবি শিল্পী সাহিত্যিকদের মিলন মেলা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১১:৫৭

ভারত এবং বাংলাদেশ কবি,শিল্পী ও সাহিত্যিকদের নিয়ে 'অনুষ্টপ পয়ার' (ভারত) এর উদ্যোগে ভারতের কলকাতায় এক মিলন মেলা অনুষ্টিত হয়েছে। কলকাতার ২৬৭ এপিসি রোডের রামমোহন লাইব্রেরীর হল রুমে শনিবার (১৯ আগস্ট) বিকালেএ মিলন মেলার আয়োজন করা হয়।
শিব প্রাসাদ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. বাসুদেব মুখার্জি, বিশেষ অতিথি ছিলেন এস এম আলী আজগর রাজা (নড়াইল, বাংলাদেশ)। এসময় আরো উপস্থিত ছিলেন সেলিম দুরানি বিশ্বাস,মৌ পাঠক সিংহ,শর্মিলা মুখার্জি,ডঃ সোমনাথ দে,ডালিয়া রসু সাহা, মৌমিতা ঘোষ, সুপ্রিয়া বিশ্বাস,বানীসিংহ রায়,শ্যামলী দাসসহ প্রমুখ।