• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রলারডুবি: নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৩, ১৫:০৯
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় এবার নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বন্যাতলী লঞ্চঘাট এলাকা থেকে শিশু মারিয়ার (৮) ও দুপুর সোয়া ১টার দিকে বোন খাদিজার (৭) মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে বর রাব্বি ও তার মায়ের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি (২৫) ও স্ত্রী সেলিনা বেগম (৪৫)। খাদিজা ও মারিয়া একই এলাকার বরের ফুফাতো বোন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রেজাউল বলেন, বন্যাতলী লঞ্চঘাট এলাকা থেকে বর ও তার মায়ের ভাসমান মরদেহ দেখে স্থানীয় জেলেরা খবর দেন। পরে তাদের কর্মীরা গিয়ে উদ্ধার করেন। এরপর বেলা ১১টার দিকে শিশু মারিয়া ও দুপুর সোয়া ১টার দিকে খাদিজার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চরআপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে সময় লিপি বেগম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পটুয়াখালী,উদ্ধার,মরদেহ,ট্রলারডুবি,নিখোঁজ,বোন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close