• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিপর্যস্ত জনজীবন

ঈশ্বরদীতে ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৩, ১৭:০৭
পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় বুধবার (১৯ এপ্রিল) ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার (১৭ এপ্রিল) উপজেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেটি ছিলো ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, বুধবার তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে, তীব্র তাপপ্রবাহে ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসে আগুনের হল্কা। শহরের সড়কে যানবাহন চলাচল কমে গেছে। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) হেলাল উদ্দিন বলেন, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোদের তীব্রতা খুব বেশি। এটি এ মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিপর্যস্ত,জনজীবন,পাবনা,তাপমাত্রা,ঈশ্বরদী,ডিগ্রি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close