• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যসহ পাঁচজন

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৩, ১০:০৮
বরিশাল প্রতিনিধি

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যসহ পাঁচজন। হামলায় আহত এএসআই ফিরোজকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন- জমি বিরোধ নিয়ে থানায় অভিযোগকা‌রী আবুল কাশেম, মিরাজ, আব্দুল কাদের, আব্দুর রশিদ ও উজির আলী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেন্দিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোবিন্দপুর ইউনিয়নের চরাঞ্চলের জমি নিয়ে বিরোধে এক পক্ষ থানায় অভিযোগ দেয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এএসআই ফিরোজ গোবিন্দপুর যান। সেখানে যাওয়ার পরই ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেল্লাল মোল্লার ভাই নিজাম মোল্লা পুলিশের ওপর চড়াও হন।

তিনি বলেন, নিজাম মোল্লা পুলিশকে উদ্দেশে করে বলেন, এটা তাদের এলাকা। এ এলাকায় তারা কেন এসেছেন। তখন এএসআই ফিরোজের সঙ্গে বাকবিতণ্ডা হয়। জমি নিয়ে তখন অভিযোগ দেয়া ব্যক্তিরা এগিয়ে এলে তাদেরও মারধর করে নিজাম মোল্লা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

নিজাম মোল্লার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উলানিয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা বলেন, পুলিশের ওপর হামলা করা হয়নি। একটু তর্ক-বিতর্ক হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বরিশাল,পুলিশ,শিকার,তদন্ত,হামলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close