• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চলতি মাসে নিত্যপণ্যের দাম বাড়বে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ২৩ মার্চ ২০২৩, ১৬:০১ | আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৬:১৯
সুনামগঞ্জ প্রতিনিধি

চলতি মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরের বাঁধ পরিদর্শন শেষে শান্তিগঞ্জ উপজেলার সম্মেলনকক্ষে প্রান্তিক ২৬০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এম এ মান্নান বলেন, সরকার চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার। বাজার নিয়ন্ত্রণে সরকার অভিযান পরিচালনা করছে।

অভিযান পরিচালনাকারীদের উদ্দেশে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো ব্যবসায়ীকে আঘাত করা কিংবা লাঞ্ছিত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যায় করলে জেল দেবেন কিন্তু গায়ে হাত তুলে, আঘাত করে বিচার করতে পারবেন না।

নির্বাচন ইস্যুতে পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ সবাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।

কৃষকদের ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ স্থায়ী সমাধন নয় উল্লেখ করে তিনি বলেন, বাঁধ হচ্ছে সিজনাল সমাধান। তবে হাওরের ধান রক্ষার দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে নদী খনন।

এম এ মান্নান বলেন, প্রতি বছর সরকার কোটি টাকা ব্যয় করে কৃষকদের ফসল রক্ষা করার জন্য হাওর রক্ষা বাঁধ নির্মাণ করছে। তবে সোনা, লোহা দিয়েও বাঁধ নির্মাণ করলে যদি পাহাড়ি ঢল আসে তাহলে সেই বাঁধ টিকবে না। দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। আশা করি, সবাই একযোগে কাজ করলে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিকল্পনামন্ত্রী,দাম,নিত্যপণ্য,এম এ মান্নান,সুনামগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close