• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

প্রকাশ:  ০৭ মার্চ ২০২৩, ১৮:৪৭
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আনিছুর রহমান নামে এক কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।

নিহত আনিছুর রহমান চণ্ডেশ্বর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে ছিলেন। ২০১৭ সালের ১২ জুন দুপুরে দোকানের ভেতরে চাকু দিয়ে কুপিয়ে ও স্টাম্প দিয়ে পিটিয়ে আনিছুরকে আহত করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই দিন নিহতের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলে- শেরপুরের চণ্ডেশ্বর গ্রামের তছলিম উদ্দিন তছু। আর যাবজ্জীবনপ্রাপ্ত দুজন হলেন- চণ্ডেশ্বর গ্রামে ফারুক ও টুনিপাড়া গ্রামের আব্দুল আলিম।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট নাছিমুল করিম হলি বলেন, আসামিদের সঙ্গে আনিছুরের দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিলো। এর ধারাবাহিকতায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। সেটি নিয়ে বিচার-সালিশও বসে। কিন্তু মীমাংসা হয়নি। এরই জের ধরে আনিছুরকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জুলাই চার্জশিট দেয় পুলিশ।

তিনি বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামি তছলিমকে মৃত্যুদণ্ড দেন বিচারক। ফারুক ও আব্দুল আলীমকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেন আদালত। রায় ঘোষণার সময় তিনজনেই এজলাসে ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যাবজ্জীবন,মৃত্যুদণ্ড,হত্যা,বগুড়া,ব্যবসায়ী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close