• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের যুব মেলা

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫১
নিউজ ডেস্ক

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়ে গেল যুব মেলা ২০২৩।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এর আয়োজন করে মৎস্য অধিদপ্তরের কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (কম্পোনেন্ট-৩)। অনুষ্ঠানে শোভাযাত্রা, যুব ও অভিভাবকদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

    এতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, মেরিন ফিসারিজ অফিসার সায়েদ মোহাম্মদ ফারাহ, আমতলী উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান, প্রকল্পের আমতলী ক্লাস্টার অফিসার মো. আশিকুর রহমান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

    সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ১৮ হাজার মৎস্যজীবী ও বেকার তরুণকে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    এই প্রকল্পের অধীনে যারা প্রশিক্ষণ নিতে পারবেন- - মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্য

    - মৎস্যজীবী পরিবারের বেকার তরুণ

    - ১৮ থেকে ৩৫ বছর বয়সী মৎস্যজীবী বা তাদের পরিবারের সদস্য

    সুযোগ-সুবিধা - সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ।

    - আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ

    - জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ। যা দেশে বিদেশে কর্মসংস্থানে সহায়ক।

    - প্রশিক্ষণ শেষে ভাতা বাবদ ৭,০০০ টাকা এবং চাকরিতে যোগদানের পরে ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close