• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাড়ছে তাপমাত্রা, দূর হতে পারে শৈত্যপ্রবাহ

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩
নিজস্ব প্রতিবেদক

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বর্তমানে নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী দুদিনের মধ্যেই শৈত্যপ্রবাহ পুরোপুরি দূর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কালবেলাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আগামী বুধবারের মধ্যে তা পুরোপুরি দূর হয়ে যেতে পারে।

এদিকে পঞ্চগড়ে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বউত্তরের এ জেলার তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আজ সকালে এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া,শৈত্য প্রবাহ,তাপমাত্রা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close