• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ১৩:০৭ | আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৩:১১
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সূর্য তাড়াতাড়ি ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে। এর আগে সোমবার (২ জানুয়ারি) এখানে তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এ কারণে রাতে শ্রীমঙ্গলের সড়কগুলোয় ধীরগতিতে যান চলাচল করছে। তবে তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে।

এদিকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও পড়েছেন শীতের কবলে। আবহাওয়া অনুকূলে না থাকায় পর্যটকেরা হোটেল বা রিসোর্টের কক্ষেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৌলভীবাজার,দেশ,শ্রীমঙ্গল,সর্বনিম্ন,তাপমাত্রা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close