• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রসিক নির্বাচন: বিপুল ব্যবধানে এগিয়ে জাপা

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২২, ২৩:৩৫ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:৫৪
রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮২টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই ১৮২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল প্রতীক)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন রাত সাড়ে ১০টার দিকে ১৮২টি কেন্দ্রের সমন্বিত ফলাফল ঘোষণা করেন।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান (লাঙ্গল প্রতীক) সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান (হাতপাখা) পেয়েছেন ৩৮ হাজার ৯৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) পেয়েছেন ২৬ হাজার ৯৫৯ ভোট। আর আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা প্রতীকে) পেয়েছেন ১৮ হাজার ১৮৩ ভোট।

এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ভোটারের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯। সিটি নির্বাচনে ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে ভোট গ্রহণ করা হয়।

মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাসদ, খেলাফত মজলিস, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস এবং দুজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন, ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জাপা,রসিক নির্বাচন,রংপুর সিটি করপোরে,রংপুর সিটি করপোরেশন,নির্বাচন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close