• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২২, ১২:২৩
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে রোববার (২৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাতে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনাজপুরে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার (২৩ ডিসেম্বর) ১২ দশমিক ৫ ডিগ্রি ও শনিবার (২৪ ডিসেম্বর) ১০ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, রোববার দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এটি এই মৌসুমের এখনো পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আজকে বাতাসের আর্দ্রতা ছিলো ৮৫ শতাংশ।

দিনাজপুরে চলতি মাসের শেষ দিকে হালকা বৃষ্টি ও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান এই সহকারী কর্মকর্তা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দিনাজপুর,রেকর্ড,তাপমাত্রা,দেশ,সর্বনিম্ন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close