• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, আপ লাইনে চলাচল বন্ধ

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০২২, ১৮:২১
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা থেকে বের হওয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পাশের লাইনটি চালু আছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদী পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়েছে। লাইনচ্যুত বগিসহ অন্য দুই বগি এখনো রেল ব্রিজের ওপরে রয়েছে। দুর্ঘটনাস্থলটি যেহেতু সেতুর ওপর তাই বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি রয়েছে। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

তিনি জানান, বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনী সাজোয়া যান, ট্যাংকার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গাজীপুর,বন্ধ,চলাচল,আপ লাইন,টঙ্গী,লাইনচ্যুত,মালবাহী ট্রেন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close