• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবার সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ১৯:৩৯
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে চার দফা দাবিতে দুইদিন পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৩৬ ঘণ্টা এ পরিবহন ধর্মঘট চলবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ ঘোষণা দেন জেলা বাস মিনি বাস পরিবহন মালিক শ্রমিক সমিতির সভাপতি মোজাম্মেল হক।

চার দফা দাবিতেগুলো হলো:

১. সুনামগঞ্জ সিলেট সড়কের লামাকাজি সেতু থেকে টোল গ্রহণ বন্ধ করা। ২. সুনামগঞ্জে রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে চলা সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা। ৩. সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করা। ৪. সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধে দাবি।

ধর্মঘট সফল করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের স্বার্থে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, বাস মালিক সমিতির দাবি বিএনপির সমাবেশের সঙ্গে তাদের কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলে জানান।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশের ধারাবাহিকতায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সুনামগঞ্জ,ডাক,পরিবহন ধর্মঘট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close