• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শুক্রবার থেকে মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ২১:০৩
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে দুই দিনের পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘোষণা দেন সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।

তিনি বলেন, মৌলভীবাজার জেলার সব পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের কিছু দাবি দীর্ঘদিন ধরে পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়সন হয়নি। তাই এ ধর্মঘট ডাকা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন বন্ধ, ব্যাটারি চালিত টমটম চলাচল বন্ধ, ট্রাক, লরি পিকআপ ক্যাভার্ড ভ্যান গাড়িতে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণ।

রশিদ উদ্দিন আহমদ বলেন, ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

সভায় উপস্থিত ছিলেন - মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্ৰুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৌলভীবাজার,পরিবহন ধর্মঘট,বাস-মিনিবাস মালিক সমিতি,ঘোষণা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close