• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

পেট্রল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না: আমু

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২২, ১৭:২০
ঝালকাঠি প্রতিনিধি

পেট্রল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় ঝালকাঠি সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, তারা যে সমস্ত দেশের দূতাবাসে গিয়ে ধরনা দেয়, সেসব দেশে যেভাবে নির্বাচন হয় সে নিয়মই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পেট্রল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না। সমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন, সেটা ভুল।

তিনি বলেন, টাকার বিনিময়ে বিএনপির সবগুলো গণসমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। সুতরাং আওয়ামী লীগের সমাবেশ হলে তো কথাই নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঝালকাঠি,আমির হোসেন আমু,আওয়ামী লীগ,আন্দোলন,পেট্রল বোমা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close