• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

চকরিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করে ধ্বংস

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২২, ২০:৫৭
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অবিস্ফোরিত মর্টারশেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হতে পারে।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে সেনাবাহিনীর একটি টিম। এর আগে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রংমহল এলাকার মো. আজিম উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক খননের সময় মর্টারশেলটি পাওয়া যায়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ‘আজিম উদ্দিন সেপটিক ট্যাংক খনন করতে গিয়ে মাটির নিচে লম্বা আকৃতির একটি লোহার বস্তু সদৃশ দেখতে পান। বিষয়টি আমাকে জানালে চকরিয়া থানার ওসিকে অবহিত করি। পরে তারা এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এটি একটি অবিস্ফোরিত মর্টারশেল। উদ্ধারের পর এটি নিরাপদ জায়গায় স্থানান্তর করি। রামু ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হলে একটি টিম এসে মর্টারশেলটির বিস্ফোরণ ঘটায়।’

চকরিয়া,পরিত্যক্ত,মর্টারশেল,উদ্ধার,ধ্বংস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close