• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফেসবুকে ধর্মীয় উসকানি, যুবকের কারাদণ্ড

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ২৩:১৮
রাজশাহী প্রতিনিধি

ফেসবুকে ধর্মীয় উসকানি ছড়ানোর দায়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে এক লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। এ সময় আসামি আদালতে স্বশরীরে উপস্থিত ছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম সুজন মোহন্ত (৩৭)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বলিঘাটা কাদের পাড়ার তারাপদ মোহন্তের ছেলে।

আইনজীবী ইসমত আরা জানান, সুজন মোহন্ত ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি ফেসবুকের অ্যাকাউন্ট থেকে ওই যুবক ধর্মীয় উসকানিমূলক ছবি পোস্ট করে। ওই এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার মতো অবস্থা হয়। এ পরিস্থিতিতে পাঁচবিবি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা দায়েরের পর পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

বিচার শুরু হলে আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার রায় দেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজশাহী,কারাদণ্ড,ফেসবুক,ধর্মীয় উসকানি,যুবক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close