• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নড়াইলে স্ত্রীকে গলাকেটে ও পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৫

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ২২:৪৯
নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় আছিয়া বেগম(২২) নামে এক গৃহবধুকে গলাকেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী রনি শেখ (২৪) ও তার বন্ধু প্রধান সহযোগী আব্বাস ফকির(২২) সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে নড়াইলসহ পাশ^বর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর আছিয়া হত্যার ঘটনায় পুলিশ প্রশাসন গুরুত্বের সাথে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তিসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে আছিয়ার স্বামী রনি শেখকে কালিয়া থেকে গ্রেপ্তার করে। এছাড়া রনির প্রধান সহযোগী তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে হত্যাকাণ্ডের পনের ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে। এছাড়া ঘটনার পর রনির পিতা মো: লিটু শেখ (৫৫) এবং তার দুই ভাই ইমরান শেখ(২৮) ও রুবেল শেখকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, সাড়ে তিন বছর আগে সড়াতলা গ্রাামের রনি শেখের সাথে একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে আছিয়া বেগমের সাথে বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

এলাকাবাসী জানায়, রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিলো। শুক্রবার দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ। আগুনে বিছানার চাদর, তোষক, কাথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে যায়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মা রেবেকা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছে। ইতিমধ্যে আসামি রনি ও আব্বাস আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন বলেন, পূর্বপরিকল্পিতভাবে এ বর্বর হত্যাকাণ্ডের পেছনে থাকা আছিয়ার স্বামীসহ মামলার পাঁচ আসামিকে ঘটনার পনের ঘন্টার মধ্যে নড়াইল জেলা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গ্রেপ্তার,নড়াইল,স্ত্রী,পুড়িয়ে হত্যা,গলাকেটে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close