• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০২২, ২০:৩৪
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার (৩১ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াম রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি জানান, আগামী দু’দিনে আবহাওয়ার উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এ কে এম নাজমুল হক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় আগামী মঙ্গলবার (১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাণ ছিলো ৭১ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ১৯ মিনিটে আর সূর্যদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পঞ্চগড়,তেঁতুলিয়া,সর্বনিম্ন,তাপমাত্রা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close