• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পায়ুপথে হেরোইন বহন, যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ১৫:৫১
নাটোর প্রতিনিধি

নাটোরে বিক্রির জন্য পায়ুপথে হেরোইন বহনের দায়ে মো. ইব্রাহীম হোসেন (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহীম হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজীহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আদালত সূত্র জানায়, গত বছরের ৫ ডিসেম্বর দুপুরে জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারের কাছে র‌্যাব সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহীম হোসেনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তার পায়ুপথ থেকে ৯৬ গ্রাম হেরোইন পাওয়া যায়।

বিষয়টি নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় র‌্যাবের সদস্য মো. মোতালেব হোসেন বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় দেন।

যুবক,যাবজ্জীবন,কারাদণ্ড,নাটোর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close