• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঠাকুরগাঁওয়ে এক ভোটও পেলেন না প্রার্থী

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২২, ২০:০৩
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে একটি ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী নুরুল ইসলাম।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুল ইসলাম।

তিনি বলেন, ‘সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্ধারিত সময়ে শতভাগ ১৪৫টি ভোট পড়েছে।’

জানা যায়, সাধারণ সদস্য প্রার্থী আমির হোসেন তালা প্রতীকে ১ ভোট, গিয়াস উদ্দিন (বৈদ্যুতিক পাখা) ৬০, নুরুল ইসলাম (টিউবওয়েল) ০, মশিউর রহমান (ক্রিকেট ব্যাট) ১, মিজানুর রহমান (টিফিন ক্যারিয়ার) ৩, মোস্তাফিজার রহমান (হাতি) ৭৮ এবং সুবল চন্দ্র রায় (অটোরিকশা) ২ ভোট পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে আশামনি (হরিণ) ১১ ভোট, সাবিনা ইয়াসমিন (ফুটবল) ৪৯ এবং সেতারা হক (টেবিল ঘড়ি) প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।

প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুল ইসলাম আরও বলেন, ‘ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।’

ঠাকুরগাঁও,ভোট,প্রার্থী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close