• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুনামগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থী মুকুটের বিজয়

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২২, ১৭:৪৭ | আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৯:৩২
সুনামগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট।

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগ কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুল কবির রুমেন চেয়ে ৮টি ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

নির্বাচনে ১ হাজার ২শ’ ২৯টি ভোটের মধ্যে ১২শ’ ১৬টি ভোট পড়ে। এর মধ্যে নুরুল হুদা মুকুট পেয়েছেন ৬১২টি। আর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পেয়েছেন ৬০৪টি ভোট।

সোমবার ১৭ অক্টোবর জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে বেসরকারিভাবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নুরুল হুদা মুকুটের নাম ঘোষণা করেন।

এদিকে এক মাসের প্রচার শেষে আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোট চলার সময়ে সুনামগঞ্জের কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করার ফলে জেলার কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জ,আ. লীগে,বিদ্রোহী প্রার্থী,নুরুল হুদা মুকুট,বিজয়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close