• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

লোহাগড়ায় মধুমতি নদীতে নৌকাবাইচ

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২২, ১৪:৩২
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর হাট এলাকায় মধুমতি নদীতে উপজেলার শিয়রবর গ্রামবাসীর উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. লাবু মিয়া।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে মানুষের ঢল নামে মধুমতি নদীর তীরে। কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকে অসংখ্য মানুষ ভীড় জমায় মধুমতি নদীর তীরে।

উপজেলার শালনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান ধলু বলেন, এই মধুমতি নদীতে যুগ যুগ ধরে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে আসছে। প্রতি বছর বন্যার পানি কমতে শুরু করলে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. কামাল শেখ, ডাবলু মোল্যা, তোতা মোল্যা প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নৌকাবাইচ,মধুমতি নদী,লোহাগড়া,নড়াইল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close