• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ২১:১৫
ভোলা প্রতিনিধি

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী সুজা এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আকিব, মো. হাবিব, মাসুম হাওলাদার, শরিফ খলিফা ও রফিকুল ইসলাম খলিফা। তাদের বাড়ি ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলার ভেদুরিয়া এলাকার তেতুলিয়া নদীতে অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন, ৭টি বাল্কহেডসহ পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ভোলা,বালু,উত্তোলন,কারাদণ্ড

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close