• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুনামগঞ্জে করাত দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা, আটক স্বামী

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করাত দিয়ে স্ত্রী স্ত্রী আছিয়া বেগম (৫০)কে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী নুরউদ্দিন আহমদকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার পাইলগাঁও রানীনগর গ্রামের নুর মিয়ার সৌদিপ্রবাসী মেয়ে বিদেশ থেকে তার মায়ের কাছে টাকা পাঠাতো। এ নিয়ে স্বামী নুর ও স্ত্রী আছিয়া বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধে। তারই সূত্র ধরে আছিয়াকে দা দিয়ে আঘাত ও করাত দিয়ে গলাকেটে হত্যা করে স্থানীয় অঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রেখে যায়।

সকালে সেখানে লাশ পড়ে থাকতে দেখে তার বাড়ির লোকজনকে খবর দিলে নিহতের স্বামী নুরসহ বাড়ির লোকজন ছুটে আসেন। পরে তারা থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত জানান, এ বিষয়ে মামলা পক্রিয়া চলমান রয়েছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

পূর্বপশ্চিমববিডি/এসএম

স্বামী,আটক,হত্যা,গলাকেটে,সুনামগঞ্জ,স্ত্রী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close