• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুনামগঞ্জে সওজের উচ্ছেদ অভিযান

প্রকাশ:  ২৫ আগস্ট ২০২২, ২১:১৩
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উদ্ধারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ (সওজ)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তারা। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল লতিফ এ অভিযানের নেতৃত্ব দেন।

এসময় সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক ও উপ-সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সওজের এক সূত্র জানায়, বৃহস্পতিবার দিনব্যাপী শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তারা। এর আগে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে নির্মিত জেলার ওয়েজখালী বাজার, নীলপুর বাজার, মদনপুর (দিরাই রাস্তার মুখ), জাউয়া বাজারসহ সওজের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সড়ক ও জনপথের জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমাদের অভিযানে কেউ বাঁধা দিলে কিংবা আইন না মানলে আইনত ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্বপশ্চিমবিডি/শংকর/এআই

সড়ক ও জনপদ (সওজ),অভিযান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close