• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

বিজিবির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরিক্ষার্থী আটক

প্রকাশ:  ২৮ জুলাই ২০২২, ২৩:০৮
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বিজিবিতে সৈনিক পদের লিখিত পরিক্ষায় মিজানুর রহমান মিজান নামের এক প্রক্সি পরিক্ষার্থীকে আটক করেছে লালমনিরহাট ৬১ বিজিবি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি লালিমনিরহাটের তিস্তা ৬১ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরীয়ার হাসান।

আটক মিজান ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সিন্দুর্না গ্রামের খলিফা রহমানের ছেলে। এ ছাড়াও সে বিপিএড পরিক্ষার্থী ছিলেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরীয়ার হাসান জানান, বিজিবিতে সৈনিক পদে নিয়োগ পরিক্ষা চলছে। এর অংশ হিসেবে বুধবার (২৭জুলাই) গাইবান্ধা জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত বিজিবি ৬১ ব্যাটালিয়ানের তিস্তা-২ এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 99GD080896 রোল নম্বরের সারোয়ার মন্ডল সজিবের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে পরিক্ষা কেন্দ্রে আসেন মিজান। এ সময় বিষয়টি বুঝতে পেয়ে ভুয়া পরিক্ষার্থী হিসাবে তাকে আটক করে বিজিবি।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করেন যে ৫০ হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে পরিক্ষায় অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে জড়িত দালাল চক্রটির তথ্য দেয় মিজান বিজিবিকে।

এ ঘটনায় প্রক্সি দেওয়ার অপরাধে মিজান ও দালাল চক্রটির বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

পূর্বপশ্চিমবিডি/তমাল/এআই

বিজিবি,নিয়োগ পরীক্ষা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close