• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বেনাপোলে যাত্রীদের ভ্রমণ কর জালিয়াতি, যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশ:  ১৬ জুলাই ২০২২, ১২:৫৮ | আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৩:০৪
বেনাপোল প্রতিনিধি
জসিম উদ্দীন।

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে শতাধিক পাসপোর্ট যাত্রীর ভ্রমণ কর জালিয়াতির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জসিম উদ্দীন (৪২) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

এ জালিয়াতির ঘটনায় জড়িত আরও ৯ জন প্রতারক পলাতক রয়েছে বলে জানিয়েছে পোর্ট থানা পুলিশ। গ্রেফতার জসিম উদ্দীন গ্রীন লাইন পরিবহনের বেনাপোল চেকপোস্ট কাউন্টারের ম্যানেজার এবং স্থানীয় বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। সে বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, একটি প্রতারক চক্র যাত্রীদের সঙ্গে প্রতারণা করে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন। বৃহস্পতিবার বিকালে জাল ভ্রমণ করসহ প্রথমে ৪ জনকে আটক করে বেনাপোল চেকপোস্টে কর্মরত কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন। এ সময় আটক ৪ যুবক জোরপূর্বক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন ওই রাতেই সরকারের ভ্রমণ কর জালিয়াতির ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন বেনাপোল পোর্ট থানায়। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বেনাপোল কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার আব্দুর রশীদ মিয়া।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, কাস্টমস বাদী হয়ে ভ্রমণ কর জালিয়াতি চক্রের ৯ সদস্যর বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার জসিম উদ্দীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

পূর্বপশ্চিমবিডি/আইয়ুব/এআই

বেনাপোল,ভ্রমণ কর,জালিয়াতি,গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close