• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রকাশ:  ২৮ মে ২০২২, ১৪:২১
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী আবদুল জ‌লিল‌কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিহত ইতির স্বজন‌দের অভিযোগ, বৃহস্পতিবার দুম‌কি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর পাঙ্গা‌শিয়া গ্রা‌মে শ্বশুরবাড়িতে ঢুকে ঘুমন্ত স্ত্রী ইতি আক্তারের (২৬) শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন জলিল। পরে তিনি পালিয়ে যান।

অগ্নিদগ্ধ অবস্থায় ইতিকে প্রথ‌মে পটুয়াখালী মে‌ডি‌ক্যালে ও প‌রে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়ার পর ঢাকায় রেফার করা হয়। ভোর ছয়টায় ঢাকায় নেয়ার প‌থে তার মৃত্যু হয়। ইতির আজমাইন না‌মে সা‌ড়ে পাঁচ বছরের এক‌টি ছে‌লে র‌য়ে‌ছে। প‌রিবার সূ‌ত্রে জানা যায়, সাত বছর আগে ঢাকায় পোশাক কারখানায় চাক‌রি করার সময় আব্দুল জলিলের সাথে সম্পর্ক হওয়ার পর তাকে বিয়ে করেন ইতি। তবে বিয়ের পর থেকেই জ‌লিল ইতির ওপর শারীরিক ও মান‌সিক নির্যাতন চালা‌তেন।

তিন মাস আগে ইতি সন্তানকে নি‌য়ে বাবার বা‌ড়ি ফি‌রে বসবাস শুরু ক‌রেন এবং গত ১৩ মে স্বামী জ‌লিল‌কে ডি‌ভোর্স দেন। এতে ক্ষিপ্ত হ‌য়ে জ‌লিল এ হত্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছেন ব‌লে ইতির প‌রিবা‌রের দা‌বি।

বাউফল-দুমকি সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহেদ চৌধুরী বলেন, অল্প সময়ের ম‌ধ্যে আবদুল জলিলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। জলিল কুষ্টিয়া জেলার মিরপুর থানার সামন্ত এলাকার নূর আলীর ছেলে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

স্ত্রীকে পুড়িয়ে মারা,অভিযোগ,স্বামী গ্রেপ্তার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close