• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

বেড়েই চলছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি

প্রকাশ:  ২২ মে ২০২২, ১২:২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি

পাহাড়ি ঢলে বেড়েই চলছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলা শহর রক্ষা বাঁধ এলাকায় ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। যা বিপৎসীমার ১ দশমিক ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, শহর রক্ষা বাঁধসহ সব এলাকায় যমুনা নদীর পানি বাড়লেও এখন পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এভাবেই পানি বাড়তে থাকলে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীতে পানি বাড়ার কারণে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। কিছু জায়গায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। তবে ভাঙন রোধে বালুর বস্তা ফেলা হচ্ছে। একই সঙ্গে ভাঙন রোধে ৩০ হাজার জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।

এছাড়া ৯৬ হাজার জিও ব্যাগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পানি,যমুনা নদী,সিরাজগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close